Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পেনড্রাইভ এর গুরুত্বপূর্ণ ফাইল গায়েব!
ডাউনলোড

পেনড্রাইভ এর গুরুত্বপূর্ণ ফাইল গায়েব!

 

 

 

এমন টা হতে পারে। হঠাৎ দেখলেন যে আপনার পেনড্রাইভ এর সমস্ত ফাইল  গায়েব! একটু আগেই হয়তো অন্য একটা কম্পিউটার হতে আপনি প্রিন্ট নিলেন!  সেখানে তো চলেছে! এখন কী হলো! চোখে সরষে ফুল না দেখে উপায় নেই। তবে এরকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত। এখন কি করবেন?…

 

হুট করে ঐ পেনড্রাইভ  টি ফরমেট করবেন না। খেয়াল করুন আপনার পেন ড্রাইভের প্রপারটিজ। পেন ড্রাইভের সাইজ দেখুন পরিমান কতটুকু  ইউজড অথবা কতটুকু খালি আছে। যদি স্পেস 0 দেখায় তো হয়তো কিছুই নেই!! কিন্তু এর পরও বলবো নিচের পন্থাটা একবার ট্রাই করেই দেখুন ...

 

এ অবস্থায় এই ছোট ফাইল টি(90kb) ডাউন লোড করে আপনার পেনড্রাইভ এর রুট এ (পেন ড্রাইভ open করেই) পেস্ট করুন। ডাবল ক্লিক করে ফাইল টি রান করান। কয়েক সেকেন্ড এর মধ্যেই আপনার সকল ফাইল গুলো  দেখা যাবে।

 

-- এটি ভাইরাস জনিত কারনে ঘটতে পারে... তবে উপরের সমাধান টি শুধু মাত্র আপনাকে নির্ভয়ে আপনার ফাইল সমূহ ব্যবহার করতে দেয়া। ভাল হয়, লাইসেন্স এবং আপডেট করা এন্টি ভাইরাস সফটওয়্যার দিয়ে স্ক্যান করে নেওয়া। এছাড়া পেনড্রাইভের গুরুত্বপূর্ন  ফাইল সমূহ আপনার অনলাইন এ (ক্লাউড স্পেস / ড্রপবক্স / ড্রাইভ) এধরণের ওয়েব স্পেস এ রেখে নিরাপদ রাখতে পারেন। সময়মত নামিয়ে নিলেই হল।

সবার জন্য রইল শুভকামনা ভাল থাকুন।