আজ ১৯ মে ২০২০ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় চট্টগ্রাম বিভাগের সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তথা - বিভাগীয় উপপরিচালক, পিটিআই সুপারিনটেনডেন্ট, ডিপিইও, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর গণের সাথে ভিডিও কনফারেন্স এ অংশগ্রহণ করেন।
এসময়, মহাপরিচালক মহোদয় সকল কর্মকর্তাগণের প্রতিষ্ঠান ভিত্তিক খোঁজ খবর নেন। চলমান করোনা পরিস্থিতি এবং ঘুর্ণিঝড় "আমফান" সহ দূর্যোগ মোকাবেলায় কর্মকর্তাগণের কার্যক্রম সম্পর্কে মত বিনিময় করেন।
উক্ত সময়ে পিটিআই, পটিয়ার সুপারিনটেনডেন্ট(অ.দা.) জনাব তপন কুমার দাশ পিটিআই এর সার্বিক পরিস্থিতি নিয়ে মহাপরিচালক মহোদয়কে অবহিত করে বক্তব্য প্রদান করেন। এছাড়াও পিটিআই এর সীমানা প্রাচীর জরুরী ভিত্তিতে নির্মাণ, প্রধান ফটকের কাজ দ্রুত সম্পন্ন করন, পিটিআই এর মাঠে মাটি ভরাট অগ্রগতি এবং নতুন ভবনে অফিস শ্রেণিকক্ষ স্থানান্তর বিষয়ে উল্লেখ করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা হতে এই ভিডিও কনফারেন্স প্রায় দুই ঘন্টার ও বেশী সময় ধরে পরিচালনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস