Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিপিএড শিক্ষাবর্ষ: ২০২২-২৩ এর ডিপিএড চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ
বিস্তারিত

নোটিশডিপিএড শিক্ষাবর্ষঃ 2022-23

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপিএড  শিক্ষাবর্ষঃ  2022-23 শিক্ষার্থী শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপিএড চুড়ান্ত পরীক্ষা, ২০২2 এ অংশহগ্রহণকারী পরীক্ষার্থীগণকে আগামী ১০/১১/২০২২ হতে ২২/১১/২০২২খ্রি. তারিখের মধ্যে নেপ এর ওয়েব সাইটের  (www.nape.gov.bd) অথবা ( www.napeeservice.info ) মাধ্যমে অনলাইনে ফরম পূরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


নির্দেশাবলী

১। নিজ নিজ শিক্ষার্থী আইডি ( Applicant ID ) দিয়ে  রেজিষ্ট্রেশন কার্ড/নিবন্ধন পত্র প্রিন্ট করতে হবে।

২। স্ব  স্ব রেজিষ্ট্রেশন নম্বর (Registration Number) সাবমিট করে পূরণকৃত ফরম প্রিন্ট করতে হবে। [নেপ এর ওয়েব সাইটে (www.nape.gov.bd) প্রবেশ করে ডিপিএড মেনুতে ক্লিক করে "ডিপিএড ফরম ফিলাপ" এ ক্লিক করলে ফরমটি দৃশ্যমান হবে। অথবা নিচের প্রদত্ত লিংক সমূহে ক্লিক করেও ফরম পাওয়া যাবে।]

৩। পরীক্ষার ফি বাবদ ২৬০০/-(দুই হাজার ছয়শত টাকা মাত্র) পিটিআই, পটিয়ার নিম্নলিখিত হিসাব নম্বরে জমা করতে হবে।

শিরোনাম

হিসাব নম্বর

মন্তব্য

পিটিআই, পটিয়া, চট্টগ্রাম

রূপালী ব্যাকং লিঃ, পটিয়া শাখা

হিসাব নং- 

১৪৬১০২০০০১০৯৪

  • টাকা জমার রশিদ পিটিআই এর অফিস থেকে সংগ্রহ করা যাবে।
  • নিজের নাম, রোল ও মোবাইল নম্বর রশিদে উল্লেখ করতে হবে।


৪। প্রশিক্ষণার্থিগণকে যেসব কাগজপত্র পিটিআই, অফিস এ জমা দিতে হবেঃ

ক) ডাউনলোডকৃত  ফরম ০১ কপি;

খ) রেজিষ্ট্রেশন কার্ড, ও

গ) টাকা জমার রশিদ -মূল কপি।

(জমাকৃত কাগজপত্রের ০১ সেট ফটোকপি নিজে সংরক্ষণ করবেন।)

৫। ডকুমেন্টস যাচাই শেষে পিটিআই হতে ফি পরিশোধ নিশ্চিত করার পর প্রশিক্ষণার্থীগণ কনফারমেশন SMS পাবেন।

উল্লেখ্য, ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রম শেষে প্রশিক্ষণার্থীগণ সুপারিনটেনডেন্ট মহোদয়ের স্বাক্ষরসহ রেজিষ্ট্রেশন কার্ড পিটিআই অফিস হতে গ্রহণ করবেন। পরবর্তীতে, নেপএর ওয়েব সাইট হতে শুধুমাত্র প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। (প্রবেশপত্র ডাউনলোডের জন্য তারিখ পরে জানানো হবে।)

                                                                                                                                  

লিংক সমূহ:

১) শিক্ষার্থি আইডি সহ তালিকা: www.pti.patiya.chittagong.gov.bd/bn/site/page/Form-Fillup

২) রেজিষ্ট্রেশন কার্ড ডাউনলোড করার লিংক:  www.napeeservice.info/student/registrationCopy

৩) ফরম ডাউনলোড করার লিংক:  www.napeeservice.info/student/formfilluppay

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
08/11/2022
আর্কাইভ তারিখ
30/11/2022